প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৪:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২২, ২০২৩, ২:৫১ পি.এম
খানসামায় দুই শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবনের উদ্বোধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় টংগুয়া হাসনাবাগ দ্বিমুখী ফাজিল (স্নাতক) ফাজিল মাদ্রাসা ও খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পৃথক পৃথকভাবে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ২য় ও ৩য় তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, নির্বাহী প্রকৌশলী এস. এম শাহিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারুফ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, টংগুয়া হাসনাবাগ দ্বিমুখী ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ সানাউল্লাহ ও খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।
Copyright © 2025 চোখ২৪.নেট. All rights reserved.