প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩, ২০২৫, ৩:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৩, ৩:২০ পি.এম
খানসামায় বেলান নদীর খনন কাজ শুরু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার ৪টি ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া বেলান নদীর ২টি ইউনিয়নের প্রায় ১১ কি. মি. খনন কাজ শুরু হয়েছে। নদীর খনন কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা।
তারা বলছেন, জমিতে সেচ ও মাছ চাষের সুযোগ অনেক বাড়বে। পাশাপাশি বন্যার কবল থেকেও রক্ষা পাওয়া যাবে।
বুধবার (৪ জানুয়ারী) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ডাঙ্গাপাড়া ময়দান মাঠের পার্শ্বে প্রায় ৬ কোটি ব্যয়ে ১১ কিলোমিটার নদী খনন কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও (ভারপ্রাপ্ত) ও এসিল্যান্ড মারুফ হাসান, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা প্রকৌশলী ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ভাবকি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সফিকুল ইসলাম, গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল ডাবলু শাহ্ সহ জেলা ও উপজেলা প্রকৌশলী ও নেতাকর্মীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।
Copyright © 2025 চোখ২৪.নেট. All rights reserved.