প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৪:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ৭:৪৯ এ.এম
খানসামায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালি

মো. আজিজার রহমান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজন উপজেলা পরিষদের চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদ।
পরে একে একে সরকারি-বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পরে সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনা এবং আলোচনা সভা ও বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ করা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।
Copyright © 2025 চোখ২৪.নেট. All rights reserved.