খানসামায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের এজিএম অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:৩৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ৭৫ বার পড়া হয়েছে

খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আয়োজনে খানসামা ডিগ্রি কলেজ হলরুমে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
খানসামা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান হোসেনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে ও কালব এর জেলা ব্যবস্থাপক অরুন কুমারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি ‘ক’ অঞ্চল কালব লিঃ এর ডিরেক্টর জিল্লুর রহমান, দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন ও সাধারন সম্পাদক একরাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের সেক্রেটারী মাজেদুল হক শাহ্। শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়ে পুরস্কার বিতরন করা হয়।