খানসামায় শিশু ধর্ষণের মামলায় যুবক আটক

মো. আজিজার রহমান
- আপডেট সময় : ০৯:৩৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

মো. আজিজার রহমান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় এক শিশুকে জোড় পূর্বক ধর্ষণের অভিযোগে মো. খাদিমুল ইসলাম (১৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের কছিমুদ্দিন পাড়ায় এ ঘটনা ঘটে।
খাদিমুল উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়নগড় গ্রামের মির্জাপাড়ার মো. হাচানুর রহমানের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির চাচা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে ওই যুবককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশু মেয়ে (১০) এর মা বাবা জীবিকার তাগিদে
ঢাকায় থাকেন। সেই সুবাদে শিশুটি তার চাচার বাড়িতে থাকেন। অভিযুক্ত খাদিমুলের নানার বাড়ী একই এলাকায়। শিশুটির খেলার সাথীকে ডাকতে গেলে এই সুযোগে শিশুটির সাথে বিভিন্ন ধরনের দুষ্টমি ও ফাজলামী করে। একপর্যায়ে বিভিন্ন ধরনের জিনিস কিনে দেওয়ার কথা বলে একটি ঘরের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
শিশুটি চিৎকার করার চেষ্টা করলো অভিযুক্ত খাদিমুল তার মুখ চেপে ধরে। ধর্ষণের কারণে গোপনাঙ্গে রক্ত প্রবাহিত হওয়ায় খাদিমুল ভয় পেয়ে দ্রুত ঘর থেকে বেড়িয়ে পালিয়ে যায়। এরপর শিশুটি কান্নাকাটি করলে স্থানীয় লোকজন অনেকেই এসে উদ্ধার করে।
এ বিষয়ে খানসামা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে আসামীকে আটক করা হয়। এরপর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।