প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১১, ২০২৩, ১২:২৪ পি.এম
খানসামায় শীতার্তদের উষ্ণতার পরশ দিলেন অধ্যাপক ডা. এম আমজাদ

মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ পৌষের এই কনকনে শীতে দিনাজপুরের খানসামা উপজেলার দরিদ্র শীতার্তদের পাশে স্বাধীনতা পদক প্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন।
বুধবার (১১ জানুয়ারী) বিকেলে এবি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার আংগারপাড়া ইউনিয়নের বাংলা বাজার মাঠে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, এবি ফাউন্ডেশনের চীফ কো-অর্ডিনেটর জয়ন্ত রায়, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ আলী মন্ডল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দিলীপ বিশ্বাসসহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সামর্থ্য অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সকল সামর্থ্যবানরা এগিয়ে আসলে এই শীত গরীবের জন্য কষ্টের হবে না।
উল্লেখ্য, এই শীতে খানসামা ও চিরিরবন্দর উপজেলার প্রায় দুই হাজার দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।
Copyright © 2025 চোখ২৪.নেট. All rights reserved.