খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় শারদীয় দুর্গাপূজা ধর্মীয় গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দুর্গাপূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় শেষে ১৫১ টি পূজা মন্ডপে অনুদানের ডিও প্রদান করা হয়েছে। এছাড়াও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩৮ জন রোগীর মাঝে ১৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স হলরুমে পূজা মন্ডপে অনুদানের ডিও প্রদান ও রোগীদের মাঝে সহায়তা চেক বিতরণ করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান, চিত্ত রঞ্জন রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অনন্ত কুমার রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।