প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৪:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৩, ২০২৩, ৯:৫২ এ.এম
খানসামায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এর আওতায় ১৫০০ জন কৃষককে ২ কেজি হাইব্রিড ধানের বীজ এবং ১৫০০ কৃষককে উফশী জাতের ৫ কেজি বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার হাবিবা আক্তার, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসানসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষক-কৃষাণী, সাংবাদিক ও সুধীজন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।
Copyright © 2025 চোখ২৪.নেট. All rights reserved.