খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরে খানসামা উপজেলায় ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সনদ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পাকেরহাটে অবস্থিত ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল স্কুল চত্বরে অত্র প্রতিষ্ঠানের ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বাংলাদেশ কিন্ডার গার্ডেন শিক্ষা বোর্ড হতে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে শাপলা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনজেল হক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড দিনাজপুর জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, বিশেষ অতিথি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু দীনেশ চন্দ্র রায়, পূর্ব হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফতাব উদ্দিন, ট্যালেন্ট সার্চ রেসিডেন্সিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সাইদুর রহমান, উপাধ্যক্ষ আইনুল হক, সিনিয়র সহকারী শিক্ষক ছকিমদ্দিন সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।