প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২৩, ৬:২৯ পি.এম
খানসামায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। খেলায় টাইবেকারে আলোকঝাড়ি ইউনিয়ন ৪-৩ গোলের ব্যবধানে ভাবকি ইউনিয়নকে পরাজিত করে।
বৃহস্পতিবার (১৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (পাকেরহাট) খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন ও ইউএনও রাশিদা আক্তার।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, খানসামা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আহমেদসহ ইউপি সদস্যবৃন্দ ও ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।
Copyright © 2025 চোখ২৪.নেট. All rights reserved.