মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগ করে প্রাথমিক গণিত বিষয়ক ৬ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (১ অক্টোবর) সকালে উপজেলা রিসোর্স সেন্টারে ৬ দিন ব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউআরসি'র ইন্সট্রাক্টর মোঃ সাইফুল ইসলাম। এতে ৩০ জন শিক্ষক-শিক্ষিকা এ প্রশিক্ষণ গ্রহণ করেন। এ প্রশিক্ষণের মাধ্যমে গণিত বিষয়ে শিক্ষকদের ভীতি ও জড়তা দূর করে শিক্ষার্থীদের সহজ ও সুন্দরভাবে পাঠদান করাতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক কাচিনীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাফিউল ইসলাম ও নলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এনায়েতুল্লাহ চৌধুরী প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।