ফজল কাদির: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নীলফামারী জেলা শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৪ জানুয়ারি ) দুপুরে নীলফামারী জেলা আইনজীবী সমিতির ভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আসাদুজ্জামান খান রিনোর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, পিপি আল মাসুদ চৌধুরী, আইনজীবী ফোরামের সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব প্রমূখ।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক সাহসী নেত্রী। আপসহীন নেতৃত্ব ও ত্যাগের রাজনীতির মাধ্যমে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার ইন্তেকালে দেশ একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক নেত্রীকে হারিয়েছে।
এসময় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও কোরআন খতম দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।