খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

- আপডেট সময় : ১২:৩৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোর-খুলনা মধ্যবর্তী সীমান্ত যশোরের অভয়নগর থানাধীন বেজেরডাঙায় যাত্রীবাহী ট্রেনের ব্রেক ব্যান (স্প্রিং) ভেঙে গেছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকেল সোয়া ৪টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে খুলনা থেকে উদ্ধারকারী ক্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছেন যশোর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস।
এর আগে, গত ২৫ আগস্ট যশোরের নওয়াপাড়া রেলক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের ব্রেক ব্যান ভেঙে যাওয়ার ঘটনা ঘটে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে।
তার আগে, গত ২৪ আগস্ট ভোরে যশোরের বসুন্দিয়া রেলস্টেশনের কাছে খুলনা থেকে ছেড়ে যাওয়া নাটোরগামী একটি তেলবাহী ট্রেনের কন্টেইনার উল্টে দুর্ঘটনা ঘটে। এ ঘটনাতেও টানা ছয় ঘণ্টা খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।