গোল্ডেন এ প্লাস না পাওয়ায় সৈয়দপুরে শিক্ষার্থীর আত্মহত্যা

- আপডেট সময় : ১১:৪৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস না পাওয়ায় নীলফামারীর সৈয়দপুরে রাফসান জানি (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (১২ মে) দুপুরে শহরের বাঙ্গালীপুর দারুল উলুম মাদ্রাসা সংলগ্ন পুরাতন বাবুপাড়ায় ঘটনাটি ঘটে।
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার লালদিঘি এলাকার বাসিন্দা মো: আব্দুর রহমানের ছেলে রাফসান। তারা পুরাতন বাবুপাড়া এলাকায় সাবেক পৌর কাউন্সিলর মো: মোসলেম উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন। এবছর রাফসান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধিনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
পরিবার জানায়, এবছরের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর রাফসান গোল্ডেন এ প্লাস না পাওয়ায় বাসায় এসে কান্নাকাটি করে। রাফসানের বিশ্বাস ছিল সে গোল্ডেন এ প্লাস পাবে। কিন্তু ফলাফল প্রকশের পর এ প্লাস পেলেও গোল্ডেন এ প্লাস না পেয়ে অভিমানে ঘরে ভেতর ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর থানার ওসি মো: শাহা আলম জানান, খবর পেয়ে লাশ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।