চলন্ত ট্রাকটরের লাঙ্গলের উপর বক শিকার: যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০১:৫৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

ফজল কাদির: চলন্ত ট্রাকটরের ঢাকনাযুক্ত লাঙ্গলের উপর থেকে বক শিকার করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামে।
মৃত যুবকের নাম লিমন ইসলাম (২৪)। সে নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামের হানিফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খোলাহাটি গ্রামের মুক্তা হিমাগার সংলগ্ন এলাকায় আলু তুলে কৃষক মজিবর তার জমি চাষ করছিল। এসময় আলু সংগ্রহকারীরা লাঙ্গলের পিছনে ছুটছিল। জমি চাষের সময় পোকামাকড় আহার করতে ঝাঁকে ঝাঁকে বকও উড়ছিল। কিছু বক লাঙ্গলের উপর ঘাপটি মেরে ছিল। এটি দেখে খোলাহাটি গ্রামের হানিফুলের ছেলে লিমন বক শিকারে ব্যস্ত হয়। ট্রাক্টরটির ঢাকনাযুক্ত লাঙ্গলের উপরে থাকা বক শিকার করার জন্য লিমন ট্রাক্টরের লাঙ্গলের উপরে ঝাঁপ দেয়। এসময় পিছলে গিয়ে লিমন ট্রাক্টরের ফালার নিচে পড়লে ছিন্নবিছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। এদিকে ছিন্নবিছিন্ন লাশ দেখে ট্রাকক্টর চালক জ্ঞান হারিয়ে ফেললে তাকেও স্থানীয়রা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







.gif)





