চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের কাছাকাছি এলাকা থেকে ৫ কোটি টাকা মূল্যের ৫ কেজি হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় হেরোইন ছাড়াও দুই চোরাকারবারির ফেলে যাওয়া মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (৩ মে) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তহাখানা এলাকা থেকে হেরোইন ও মোটরসাইকেল জব্দ করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি-৫৯ (রহনপুর) ব্যাটলিয়ন এসব তথ্য নিশ্চিত করে। এটিই সীমান্ত এলাকায় সর্বোচ্চ পরিমাণে হেরোইন উদ্ধারের রেকর্ড।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সোনামসজিদ বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৮৫ মেইন হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহাখানা নামকস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা মোটরসাইকেল ও একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি বস্তা উদ্ধারের করে তল্লাশি করে ৫ কেজি হেরোইন ও ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে।
বিজিবি-৫৯ (রহনপুর) ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঢাকা পোস্টকে জানান, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর ৫৯ বিজিবি ব্যাটলিয়নের এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ হেরোইন জব্দের ঘটনা এটি। আগামীতেও এমন বড় অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
বিজিবি অধিনায়ক আরও জানান, ভারতীয় চোরাকারবারিরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্যে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে বিজিবি।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।