চিরিরবন্দরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

- আপডেট সময় : ০২:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে

সুমন আহমেদ, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনিসুর রহমান (৩০) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ই জুলাই) সকালে উপজেলার ইসবপুর ইউনিয়নের চক সুদেব গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিসুর চকসুদেব গ্রামের পশ্চিম পাড়ার আব্দুল মজিদের ছেলে।
জানা যায়, ঘটনার দিন সকালে সে তার বাড়ির নিজস্ব অটো গ্যারেজে অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুতের তারে শর্ট খেয়ে আহত হয় । পরে স্বজনরা দ্রুত তাকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন। নিহত আনিসুর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরাতাল শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
মাহাফুজুল ইসলাম আসাদ
চিরিরবন্দর দিনাজপুর প্রতিনিধি
মোবাঃ ০১৭৬১২৫১৫৫৮