চুয়াডাঙ্গায় দুই নাতির সামনেই ট্রাক নিচে পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ

- আপডেট সময় : ০৩:৩৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জুন ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঈদের দাওয়াত খেয়ে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার সময় দুই নাতির সামনেই ট্রাক নিচে পড়ে প্রাণ হারালেন বৃদ্ধ আকুব্বর হোসেন। নিহত আকুব্বর হোসেন (৭০) বৈদ্যনাথপুর গ্রামের মৃত খেদআলী মণ্ডলের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে উপজেলার হারদী উদয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ছেলে ও দুই নাতিকে নিয়ে বৃদ্ধ আকুব্বর আঠারোখাদা গ্রামে বিয়াই বাড়িতে দাওয়াতে যান। বিকেলে দাওয়াত খেয়ে ফেরার পথে ছেলের সঙ্গে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। দুই নাতিকে নিয়ে পিছনে বসেছিলেন বৃদ্ধ আকুব্বর। মোটরসাইকেল উদয়পুর গ্রামের মাঠের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসে একটি ট্রাক। বৃষ্টির পানিতে রাস্তা ভেজা থাকায় মোটরসাইকেল ব্রেক দিতেই স্লিপ করায় মোটরসাইকেলের পিছন থেকে ছিটকে চলন্ত ট্রাকের নিচে পড়ে যান আকুব্বর। এসময় চলন্ত ট্রাকের চাকায় চাপা পড়েন বৃদ্ধ আকুব্বর। ঘটনাস্থলেই তিনি মারা যান।