ফজল কাদিরঃ নীলফামারীর জলঢাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক কলোহের জের ধরে গৃহবধু মোসলেমা বেগমকে (২৬) পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ফরহাদ হোসেন ও শ্বশুর নাসির উদ্দিন উদ্দিনকে পুলিশ শনিবার ভোরে আটক করেছে।
ঘটনাটি ঘটে জলঢাকা উপজেলার কাঁঠালি ইউনিয়নের
উত্তর দেশী মাঝপাড়া গ্রামে।
জানা যায়, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর বাকবিতন্ডার এক পর্যায়ে মোসলেমার স্বামী ফরহাদ হোসেন ও তার শ্বশুর নাসির উদ্দিন তাকে বেদম মারপিট করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং এক পর্যায়ে মারা যায়।
মোসলেমা বেগম একই উপজেলার বগুলাগাড়ি এলাকার মোফাজ্জল হোসেনের মেয়ে।
এ ব্যাপারে জলঢাকা থানার পরিদর্শক আব্দুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ উদ্ধাার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।