নীলফামারী প্রতিনিধি: আপোষহীন দেশনেত্রী, বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে শনিবার (১০ জানুয়ারী) রাতে দোয়া,স্মৃতিচারণ ও স্মরণসভা করেছে নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপি। জলঢাকা উপজেলার শিমুলবাড়ী,কাঁঠালী,ডাউয়াবাড়ী,শৌলমারী,কৈমারী ও বালাগ্রাম ইউনিয়নের ওয়ার্ড বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নীলফামারী ০৩ (জলঢাকা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী, জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট,সাবেক সাধারণ সম্পাদক মালেকুজ্জামান দোদুল ও ময়নুল ইসলাম,জেলা বিএনপির সদস্য মোঃ আকবর আলী ও আহমেদ আলী বাবু,সাবেক উপজেলা সহ-সভাপতি শফিকুল ইসলাম সবুজ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। এসময় বেগম খালেদা জিয়ার জন্য রুহের মাগফিরাত কামনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।