৬ সেপ্টেম্বর ২০২০ (শনিবার) রাত ০৮.০০ ঘটিকায় জাতীয় সংসদের নীলফামারী ১,২,৩,৪ সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম চোখ২৪.নেট অনলাইন নিউজ পোর্টালের শুভ উদ্বোধন ঘোষণা করেন । শুভ উদ্বোধন ঘোষণাকালে তিনি বলেন, আজ আমি আনন্দিত । আমার নির্বাচনী এলাকা হতে সত্য প্রকাশে আপোষহীন চোখ২৪.নেট নামের একটি অনলাইন নিউজ পত্রিকার শুভ উদ্বোধন হতে যাচ্ছে । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলায় আজ মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানস কন্যা মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় মানুষের জীবন মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । সেই উন্নয়নের ধারাবাহিকতা এবং গণমানুষের কথা ঊঠে আসবে এই পত্রিকায় । পাশাপাশি সত্য প্রকাশে আপোষহীন থাকবে । আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু । বাংলাদেশ চিরজীবী হোক ।
https://youtu.be/GbBTikeS_Yk
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।