জুলাই- আগস্ট অভ্যুত্থান উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ বিএনপির প্রস্তুতি সভা

- আপডেট সময় : ০১:৪২:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

ফজল কাদির: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সোমবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় ঘোষিত জুলাই-আগস্ট অভ্যুত্থান উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করে।
কিশোরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি আবদুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে সোমবার বিকালে দলীয় কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্টিত হয়।
সভার শুরুতেই জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদদের স্বরণে শোক প্রকাশ ও আহত যোদ্ধদের প্রতি সমবেদনা জানান হয়। সভায় কেন্দ্রীয় ঘোষিত জুলাই-আগস্ট অভ্যুত্থান পালনের নানা কর্মসূচি, দেশের চলমান পরিস্থিতি, দলের সতর্কীকরণ নোটিশ জারি, দলীয় দিক নির্দেশনা নিয়ে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ,কে,এম,তাজুল ইসলাম ডালিম স্বাগত বক্তব্য দেন।
সভায় আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু সাঈদ সুজন, কিশোরগঞ্জ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল ইসলাম ও কিশোরগঞ্জ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু। এছাড়া প্রস্তুতি সভায় বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বিএনপি কর্তৃক ১১টি অনুমোদিত অঙ্গ সংগঠন ছাড়া ও ভুঁইফোড় সংগঠনের বিষয়ে সাংগাঠনিকভাবে কঠোর সিদ্ধান্ত নেয়া হয়।
ফজল কাদির,নীলফামারী