জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে নীলফামারীতে মানববন্ধন

মো. মারুফ হোসেন লিয়ন
- আপডেট সময় : ০৩:৩৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫ ৪০ বার পড়া হয়েছে

মোঃ মারুফ হোসেন লিয়ন: জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে মানববন্ধন কর্মসূচি করেছে নীলফামারী জেলার জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার । এছাড়াও জুলাই সনদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারও দাবি করা হয়েছে।
আজ বুধবার (২ জুলাই) বিকেল ৫ টায় শহরের চৌরঙ্গি মোড়ে এই কর্মসুচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন, জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান ও সদস্য সচিব আব্দুর রফিক, জুলাই যোদ্ধা সাদমান সাফিন জিম ও হামিদুল ইসলাম এবং শাহরিয়ার হাবিল।
জুলাই যোদ্ধা সংসদের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউর বলেন, জুলাই যোদ্ধাদের রক্তের উপর দিয়ে এই সরকার গঠিত হয়েছে। আমরা অন্য সরকারের সময় জুলাই বিপ্লবের ঘোষণা পত্র প্রকাশের অপেক্ষায় থাকতে পারি না। অতি অতিদ্রুত ঘোষণা পত্র প্রকাশ করা না হলে আবারো মাঠে নামতে বাধ্য হবো।