নিজস্ব প্রতিনিধিঃ নীলফামারী জেলা পরিষদের নির্বাচনে সৈয়দপুর উপজেলার সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান (লিটন)।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত রহমতুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এতে ৮৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে তালা প্রতিকে মিজানুর রহমান লিটন ২৯ ভোট পেয়ে নাম নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী টিউবওয়েল প্রতিকে আনোয়ার হোসেন প্রামাণিক ২৫ ভোট পেয়েছেন। এছাড়াও হাতি প্রতিকে ফয়েজ আহমেদ ২১ ভোট এবং অটো রিক্সা প্রতিকে নুরুল আমিন ১৪ ভোট প্রাপ্ত হন।
নির্বাচন শেষে সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য অনুয়ায়ী এ ফলাফল ঘোষনা দেওয়া হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।