ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
- আপডেট সময় : ০৭:৫১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ১৩৮ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলাটির উদ্বোধন করেন ঠাকুরগাঁও ১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. সাদেক কুরাইশী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমূখ।
মেলায় ৩৫টি স্টলে অংশ নেয় বিভিন্ন খামারিরা। আলোচনা শেষে স্টলগুলো পরিদর্শন করেন অতিথিবৃন্দরা। পরে অনুষ্ঠানে অংশ নেওয়া স্টলগুলোর মধ্যে ৩ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।







.gif)










