ডিমলায় ৩ অভিযোগকারীকে মারপিটেরর ঘটনায় দারোগার বিরুদ্ধে তদন্ত

- আপডেট সময় : ০১:২৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ২২২ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ ডিমলায় জমির বিষয়ে ৩ ব্যক্তিকে মারপিটের অভিযোগে এস আই নুর ইসলামের বিরুদ্ধে ১১ জানুয়ারী তদন্ত হবে।
জমি সংক্রান্ত বিষয়ে নীলফামারীর জেলার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের রহিম খানের পুত্র মোহাম্মদ লিটন খান, তার মা লায়লা বেগম (৪৮), স্ত্রী জেসমিন আক্তারকে( ২৫) মারপিটের অভিযোগে ডিমলা থানার এস আই নুর ইসলামের বিরুদ্ধে ১১ জানুয়ারী তদন্ত অনুষ্ঠিত হবে। সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী তার নিজ কার্যালয়ে তদন্তটি পরিচালনা করবেন। এর আগে বিচার দাবি করে লিটন খান গত ১৬ নভেম্বর রংপুর ডিআইজি বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিটন খানের অভিযোগের প্রেক্ষিতে রংপুর ডিআইজির নির্দেশে ডিমলা থানার ওই অভিযুক্ত এসআই নুর ইসলামের বিরুদ্ধে ১১ তরিখে তদন্ত অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী তদন্তের ঘটনা নিশ্চিত করেন।
ডিমলা থানার এস আই নুর ইসলামের সাথে কথা হলে তিনি জানান, ডিমলা খালিশা চাপানির বাগেরপুল গ্রামের আলহাজ রশিদুল ইসলামের জমি জবর দখলের ঘটনা তদন্তকালে অভিযোগকারীরা আমার সাথে তর্কে লিপ্ত হয়। এসময় তারা আমাকে নানা ধরণের ভয়ভীতি দেখায়। পরে আমি ডিমলা থানায় একটি জিডি করি। অভিযোগকারীর বর্ণনা মিথ্যা।