ফজল কাদিরঃ ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে ডিমলা উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নের ভগ্নিপতি মোঃ সোলেমান আলীর বাড়িতে আত্মগোপন থাকাকালে ডিমলা থানা পুলিশের বিশেষ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।
বিষয় নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনোয়ারুল হক সরকার মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
আনোয়ারুল হক সরকার মিন্টু চলতি বছরের ৮ মে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া মিন্টু ২০১৯ সালের ২রা অক্টোবর ডিমলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ওই সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিলেন মিন্টুর চাচাতো বড় ভাই নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার। সাবেক এই সংসদ সদস্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় থেকে পালিয়ে রয়েছেন। পুলিশ সুত্র মতে, তারা একাধিক মামলার আসামী।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।