ডোমারে অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হরিণচড়া মানব কল্যাণ সংঘ’-এর কমিটি গঠন

- আপডেট সময় : ০২:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ১০৬ বার পড়া হয়েছে

মো. সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ “এসো সবাই শিক্ষিত সমাজ গড়ি হরিণচড়া পরিবর্তন করি” এই শ্লোগান সামনে রেখে নীলফামারীর ডোমারে অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘হরিণচড়া মানব কল্যাণ সংঘ’-এর ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার (৬ই সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিণচড়া ইউনিয়ন পরিষদ হলরুমে, সাংবাদিক সাহিদুল ইসলাম’র সভাপতিত্বে আলোচনা সভা এবং সংগঠনটির কমিটি গঠন করা হয়।এতে মোঃ আলামিন সরকারকে সভাপতি ও মোঃ মুজাহিদুল ইসলাম দুলালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া সহ-সভাপতি পদে মেহেদী হাসান মেহেরুল, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, প্রচার সম্পাদক রুবেল ইসলাম, অর্থ সম্পাদক সজিব হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল বাসার,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুর হোসেন,ক্রিয়া বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির উদ্দেশ্য ও লক্ষ্যঃ শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতা,বেকারত্ব দূরীকরণের জন্য বেকারদের কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া,গরীব ও অসহায় ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে সহায়তা করা,মাদক, জুয়া বাল্যবিবাহ সহ সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে রুখে দারা এবং প্রশাসনকে সেই বিষয়ে অবহিত করা,সেচ্ছায় রক্তদান ইত্যাদি বিষয় নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।