ডোমারে জামায়াতে ইসলামীর ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৫:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ জামায়াতে ইসলামীর আয়োজনে ছাত্রশিবির ও জামায়াতের ইসলামীর নীলফামারীর ডোমার উপজেলার সাবেক ও বর্তমান নেতাকর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৩ এপ্রিল) ডোমার পৌরসভার অস্থায়ী কার্যালয়ে বিকাল ৪ টায় ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ডোমার পৌরসভার আমীর নুর কামাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নীলফামারী জেলা শাখার নায়েবে আমীর ও নীলফামারী ০১ ডোমার-ডিমলা সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার।
এছাড়াও জামায়াতে ইসলামীর ডোমার উপজেলা সেক্রেটারি হাফেজ আব্দুল হক, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সেক্রেটারি জাকিরুল ইসলাম বাবলু, পৌর সেক্রেটারি মতিউর রহমান, ডিমলা ইউনিয়ন আমীর নুর মোবাসসের, ছাত্রশিবিরের ডোমার শাখার সভাপতি আল আমিন ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুস সাত্তার দলীয় নেতাকর্মীদের ঈদের শুভেচ্ছা জানান।