মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে তামাক সেবন ও তামাক জাতীয় পদার্থের অপব্যবহার বন্ধের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে একদিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০শে মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে নীলফামারী সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে এবং স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ্ এডুকেশন এন্ড প্রমোশনের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।
কর্মশালায় তামাকের বিরুদ্ধে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট মোঃ হাবিবুর রহমান সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম মোস্তফা প্রমুখ সহ স্থানীয় শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্বাস্থ্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
কর্মশালায় তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইনের প্রয়োগ ও বাস্তবায়ন, তামাকের ক্ষতিকর দিক সম্পর্কিত বিষদ আলোচনা ও অবহিতকরণ সহ ধুমপানের কুফল, প্রতিরোধ এবং প্রতিকার শীর্ষক ভিডিও প্রদর্শন করা হয়। এছাড়া তামাক নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের সাফল্য নিয়ে কর্মশালায় আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।