মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় এবং অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে নীলফামারীর ডোমারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৭শে ডিসেম্বর) উপজেলার সদর ইউনিয়নের চিকনমাটি এলাকায় শালকী ব্রিকসে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন—সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী, অনুমোদনহীনভাবে কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করে অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে শালকী ব্রিকসের সত্ত্বাধিকারী মোঃ জাফর ইকবাল পলাশকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদন ব্যতীত ইটভাটা পরিচালনা না করতে সতর্ক করা হয়।
অপরদিকে, ডোমার বাজার এলাকার স্টেশন রোডে মেসার্স আদনান স্টোর থেকে ৯০ কেজি নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক মোঃ জামশেদ আহমেদকে ৯ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন—পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কমল কুমার বর্মন। ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
পরে, অবৈধ পলিথিনের শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় না করতে দোকান মালিকদের সতর্ক এবং সচেতনতার জন্য লিফলেট বিতরণ করে পরিবেশ অধিদপ্তর।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।