মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ প্রবল খরা আর অনাবৃষ্টি থেকে মুক্তি ও স্বস্তির বৃষ্টির জন্য নীলফামারীর ডোমারে বিশেষ প্রার্থনা ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে আজ।
গতকাল শুক্রবার (৯ই জুন) সকাল সাড়ে ৯টায় ডোমার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পরিচালনা করেন ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাহমুদ বিন আলম।
নামাজ শেষে বৃষ্টির জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করেন মুসল্লিরা।মোনাজাতে কান্নার রোল পরে যায়।
আগত মুসল্লিরা বলেন, দীর্ঘ কয়েকদিন যাবৎ তীব্র তাপদাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই একমাত্র আল্লাহর কাছে স্বস্তির বৃষ্টি চায় ধর্মপ্রাণ মুসলিমরা। সালাতুল ইস্তিসকা আদায় করে মহান আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করা হয়েছে। ইনশাআল্লাহ, দ্রুত মহান আল্লাহ তায়ালা আমাদের রহমতের বৃষ্টি দান করবেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।