মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে নীলফামারীর ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলার রাইড ও ছোট্ট পরিসরে গড়ে ওঠা শিশুপার্কের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ই নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বিজয় চত্বরের বঙ্গবন্ধু ম্যুরালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, জেলা পরিষদ সদস্য মেহেরুন আকতার পলিন, মনজুর আহমেদ ডন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন প্রমূখ।
পরে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়। উল্লেখ্য, শিশুদের স্লিপার ও দোলনা সহ খেলার জন্য কয়েকটি রাইড স্থাপন করা হয় সেখানে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।