ডোমার পাঙ্গা মটুকপুরে স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:০৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে

মো: সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওতাধীন ৫, ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ।
সোমবার (১৮ই সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা চৌপথীতে ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে অনুষ্ঠিত ৫টি ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল মালেক সরকার।
পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সুমন রেয়াজীর সভাপতিত্বে এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাবেদুল ইসলাম সানবীম।
ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সেলিম রেজার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পাঙ্গা মটুকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল হোসেন, বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দেবব্রত রায় তপু প্রমূখ সহ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ।