সৈয়দপুর ০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র শীত উপক্ষো করে নীলফামারীতে বিএনপি ও জোট প্রার্থীরা মানুষের পাশে

ফজল কাদির
  • আপডেট সময় : ০২:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজল কাদির: নীলফামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জোটভুক্ত এমপি প্রার্থীরা তীব্র শীত উপক্ষো করে দোয়া, স্বরণসভা ও বিভিন্ন জানাজায় অংশগ্রহন করছেন।

ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ও নীলফামারী-২ (নীলফামারী সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত স্মরণ সভা ও মিলাদ মাহফিলে অংশ নেন।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রামনগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সদর উপজেলার চাদের হাট এম এ কামিল মাদ্রাাসায় বেগম খালেদা জিয়ার উপর স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন বিশ্বনন্দিত একজন রাষ্ট্রনায়ক। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ত্যাগ, মেধা ও শ্রম এ দেশের মানুষ চিরদিন হৃদয়ে ধারণ করে রাখবে। তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব শোকাহত হয়েছে।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন এবং শ্রদ্ধাভরে তাকে স্মরণ করেন।

নীলফামারী ১ আসনে (ডোমার-ডিমলা) বিএনপির জোটপ্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী তাঁর নির্বাচনি এলাকায় বুধবার বিকাল থেকে সন্ধায় বিভিন্ন দোয়া মাহফিল ও জানাজায় অংশগ্রহন করেন। তিনি ডোমারের চিকনমাটির বিশিষ্ঠ সমাজসেবী মরহুম মকবুল হোসেনের নামাজে জানাজায় অংশগ্রহন করেন।

এ সময় তিনি বলেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না,মরুভুমির বালুকণাও সরে না। আল্লাহর হুকুম হয়েছে, মরহুম হাজী মকবুল ভাই দুনিয়া থেকে চলে গেছেন। এমনি জীবণের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রত্যেকে আল্লাহ্ও হুকুম মানতে হবে। এদিকে তিনি তাঁর নির্বাচনি এলাকার মির্জাগঞ্জ বাজার, বসনিয়া বাজার, ডিমলা বাজার, ডাঙ্গারহাট বাজার, ঠাকুরগঞ্জ বাজার, ডুগডুগি বাজার জাপানি বাজারে আয়োজিত বিভিন্ন এলাকার দোয়া মাহফিলে অংশগ্রহন করেন এবং কুশল বিনিময় করেন।

নীলফামারী -৪ আসনের (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের বিএনপির এমপি প্রার্থী সাবেক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সন্ধায় কালিকাপুর বাজারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। প্রায় সহস্রাধিক দলীয় নেতা-কর্মী সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য


তীব্র শীত উপক্ষো করে নীলফামারীতে বিএনপি ও জোট প্রার্থীরা মানুষের পাশে

আপডেট সময় : ০২:০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

ফজল কাদির: নীলফামারীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জোটভুক্ত এমপি প্রার্থীরা তীব্র শীত উপক্ষো করে দোয়া, স্বরণসভা ও বিভিন্ন জানাজায় অংশগ্রহন করছেন।

ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ও নীলফামারী-২ (নীলফামারী সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত স্মরণ সভা ও মিলাদ মাহফিলে অংশ নেন।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রামনগর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সদর উপজেলার চাদের হাট এম এ কামিল মাদ্রাাসায় বেগম খালেদা জিয়ার উপর স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্মরণ সভায় বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, তিনি ছিলেন বিশ্বনন্দিত একজন রাষ্ট্রনায়ক। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ত্যাগ, মেধা ও শ্রম এ দেশের মানুষ চিরদিন হৃদয়ে ধারণ করে রাখবে। তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব শোকাহত হয়েছে।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন এবং শ্রদ্ধাভরে তাকে স্মরণ করেন।

নীলফামারী ১ আসনে (ডোমার-ডিমলা) বিএনপির জোটপ্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী তাঁর নির্বাচনি এলাকায় বুধবার বিকাল থেকে সন্ধায় বিভিন্ন দোয়া মাহফিল ও জানাজায় অংশগ্রহন করেন। তিনি ডোমারের চিকনমাটির বিশিষ্ঠ সমাজসেবী মরহুম মকবুল হোসেনের নামাজে জানাজায় অংশগ্রহন করেন।

এ সময় তিনি বলেন, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না,মরুভুমির বালুকণাও সরে না। আল্লাহর হুকুম হয়েছে, মরহুম হাজী মকবুল ভাই দুনিয়া থেকে চলে গেছেন। এমনি জীবণের প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রত্যেকে আল্লাহ্ও হুকুম মানতে হবে। এদিকে তিনি তাঁর নির্বাচনি এলাকার মির্জাগঞ্জ বাজার, বসনিয়া বাজার, ডিমলা বাজার, ডাঙ্গারহাট বাজার, ঠাকুরগঞ্জ বাজার, ডুগডুগি বাজার জাপানি বাজারে আয়োজিত বিভিন্ন এলাকার দোয়া মাহফিলে অংশগ্রহন করেন এবং কুশল বিনিময় করেন।

নীলফামারী -৪ আসনের (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনের বিএনপির এমপি প্রার্থী সাবেক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়ন বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সন্ধায় কালিকাপুর বাজারে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিলে অংশগ্রহন করেন। প্রায় সহস্রাধিক দলীয় নেতা-কর্মী সকল শ্রেণি পেশার মানুষ অংশগ্রহন করেন।