আন্তর্জাতিক ডেস্কঃ তৃতীয় মেয়াদে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শি জিনপিং।
রবিবার কমিটির প্রথম প্লেনারি সেশনে তাকে নেতা নির্বাচিত করা হয়। খবর সিনহুয়ার।
২০১২ সাল থেকেই চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পদে আছেন ৬৯ বছর বয়সী শি জিংপিং।
২০১৩ সাল থেকে চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন তিনি। মাও জেদংয়ের পর শিকে চীনের কমিউনিস্ট পার্টির সবচেয়ে ক্ষমতাধর নেতা হিসেবে বিবেচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।