আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের বিরুদ্ধে ইসরাইল কোনো সামরিক পদক্ষেপ নিলে তেলআবিব ও হায়ফা শহর উড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। মঙ্গলবার ইরানের জাতীয় সেনা দিবস উপলক্ষ্যে দেয়া এক বক্তৃতায় এ হুঁশিয়ারি দেন তিনি।
সোমবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন চীনকে ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখার ব্যবস্থা করার আহ্বান জানান। না হলে ইরানের বিরুদ্ধে ইসরাইল ব্যবস্থা নিতে বাধ্য হবে এমন হুঁশিয়ারিও দেন তিনি। তার এমন মন্তব্যের পরই কড়া ভাষায় পাল্টা হুমকি দিয়েছেন রাইসি।
ওই অনুষ্ঠানে ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি নিয়ে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট। এই অঞ্চল থেকে সব বিদেশি সেনাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রাইসির দাবি, অঞ্চলটির নিরাপত্তা রক্ষায় বিদেশি সেনাদের উপস্থিতি কোনো উপকারে আসছে না।
সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক, পারমাণবিক অবকাঠামো ও বিজ্ঞানীদের লক্ষ্য করে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে তেহরান।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।