দিনাজপুরের বোচাগঞ্জে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ০৬:২৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। তবে মৃত নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার ভরলা এলাকায় আব্দুল জব্বার অটো রাইস মিলের পেছনের রেললাইনে এই দুর্ঘটনা ঘটে।
বোচাগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ এই বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ওই নারীকে ধাক্কা দিলে তিনি রেললাইনে পড়ে যান। এরপর ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে এসআই আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার পর দিনাজপুর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।