দিনাজপুর প্রতিনিধিঃ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে দিনাজপুর জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে জেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন ১১৬২ (আনারস) ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আজ সোমবার দুপুরে জেলা নির্বাচনী কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এই তথ্য জানা যায়।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তৈয়বউদ্দিন চৌধুরী ২২৬ (মোটরসাইকেল) ভোট পেয়েছেন। এছাড়াও অপর প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী ৭৮ (চশমা) ভোট পেয়েছেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।