মোঃ মারুফ হোসেন লিয়ন: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা মনে করি এই যে নতুন বাংলাদেশ । এই নতুন বাংলাদেশের কারিগর হচ্ছে জুলাই আন্দোলনের শহীদেরা এই শহীদদের ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে ।
আজ বৃহস্পতিবার ( ৩ জুলাই ) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে শহীদ সাজ্জাদ হোসেন এর কবর জিয়ারত শেষে তিনি এমন মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, আপনারা জানেন যে গতকাল রাতে ঢাকায় আমাদের জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এটি প্রথমবার নয় সাম্প্রতিক সময়ে দুই দুইবার এই ঘটনাটি ঘটলো । আমরা যে সারাদেশে পদযাত্রা করছি মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি ।আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য ,ব্যহত করার জন্য , ভয় দেখানোর জন্য এই ধরনের কার্যকলাপ করা হচ্ছে । আমরা এর আগের ঘটনাও একটি মামলা করেছি, কিন্তু কোন প্রতিকার কোন গ্রেফতার পাইনি । প্রশাসন যদি এইভাবে নির্বিকার থাকে একটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব একটা নতুন রাজনৈতিক দল তাদের যদি এই অবস্থা হয় । আমাদের সাথে আমাদের নিরাপত্তা যদি প্রশাসন দিতে না পারে । এইযে হাজারো শহীদ হাজারো আহত ও তাদের পরিবার এদের নিরাপত্তা এবং দেশের মানুষের নিরাপত্তা এই প্রশাসন কিভাবে নিশ্চিত করবে। কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন এই পরিস্থিতিতে সেই প্রশ্ন কিন্তু আমাদের মনে তৈরি হচ্ছে । আমরা মনে করি প্রশাসনের সেই জায়গা থেকে আরো কঠোর হওয়া উচিত ।
তিনি আরো জানান, শহীদ সাজ্জাদ এই সৈয়দপুরে বড় হয়েছে । স্কুল , কলেজ শেষে অনেক স্বপ্ন নিয়ে ঢাকার সোনারগাঁ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গিয়েছে ।কিন্তু তার স্বপ্ন পূরণ হয়নি। তার ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের স্বপ্ন পূরণ হয়নি । কারণ সে আরও বড় স্বপ্ন নিয়ে রাজপথে নেমে বুকের ভেতর বুলেট নিয়েছিল । ফলে সেই যে দেশের জন্য স্বপ্ন সেই স্বপ্ন পূরনে সবাই আমরা অঙ্গীকারবদ্ধ। শহীদের স্বপ্ন শহীদের রক্ত ত্যাগ শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন , আমরা আজকের শহীদ সাজ্জাদের বাবার সঙ্গে কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি যেই জেলায় যাচ্ছি সেখানে শহীদ পরিবারদের খোঁজখবর নিচ্ছি ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।