নীলফামারী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষে কিশোরগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
মঙ্গলবার(২৮ অক্টোবর) বিকাল ৫ টার সময় উপজেলা যুবদলের উদ্যোগে কিশোরগঞ্জ মিনি স্টেডিয়ামে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সভায় উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপুর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক আঃ সালামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দপুর জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দপুর জেলা বিএনপির সাঃ সম্পাদক শাহিন আক্তার, সৈয়দপুর জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, সিঃ যুগ্ন আহবায়ক রেজওয়ান আক্তার পাপ্পু, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, যুবদল প্রতিষ্ঠার শুরু থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান জানান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল সব সময় গণতন্ত্র রক্ষার সংগ্রামে অগ্রভাগে ছিল ভবিষ্যতেও থাকবে।
আরোও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু, উপজেলা যুবদলের সিনিয়র সভাপতি বেলায়েত হোসেন বিলু, যুগ্ন সাধারণ সম্পাদক হাসানুর, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব রাসেল প্রামানিক, মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, সাধরণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী, স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সদস্য আলমগীর হোসেন ও পলাশ ইসলাম, উপজেলা যুবদলের সহ সভাপতি আনছারুল, দপ্তর সম্পাদক বেলাল হোসেন, নিতাই ইউনিয়ন যুবদলের সভাপতি মন্জুরুল আলম মওলা সহ ৯ টি ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের উপস্হিতি লক্ষনীয় ছিল।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।