নীলফামারীতে আগুনে ১১টি দোকান পুড়ে ছাই
ফজল কাদির
- আপডেট সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে

ফজল কাদির: নীলফামারী সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের মোনাগঞ্জ বাজারে অগিকান্ডে ১১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত দেড়টার দিকে ওই বাজারের তোফাজ্জল হোসেনের মুদি দোকান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এত বাজারের ছোট-বড় ১১টি দোকান সম্পূর্ণভাভে পুড়ে যায়।
খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।







.gif)









