নীলফামারীতে আরডিআরএস’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
- আপডেট সময় : ০১:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় উন্নয়ন বেসরকারী সংস্থা আরডিআরএস’র উদ্যোগে অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ( ৭ জানুয়ারী) বেলা ১২টার দিকে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শালনগ্রাম শাখা প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।
জলঢাকা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা খোরশেদ আলম এতে প্রধান অতিথি ছিলেন।
আরডিআরএস শালনগ্রাম শাখা ব্যবস্থাপক আব্দুল হালিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুর রহমান।
অনুষ্ঠানে দরিদ্র ১৭৫জন শীতার্ত মানুষকে একটি করে কম্বল বিতরণ করা হয়।
আরডিআরএস নীলফামারী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুর রহমান জানান, সংস্থার সামাজিক কর্মসুচির অংশ হিসেবে জেলার জলঢাকা, ডোমার ও ডিমলা উপজেলায় ৬’শ মানুষকে কম্বল বিতরণ করা হবে।
তিনি বলেন, জলঢাকা উপজেলায় বিতরণের মধ্য দিয়ে এই কর্মসুচি শুরু হলো।







.gif)







