সৈয়দপুর ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে গণতন্ত্র পুণরুজ্জীবণের দিবস জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণ্যাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

ফজল কাদির
  • আপডেট সময় : ০১:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজল কাদির: নীলফামারীতে গণতন্ত্র পুণরুজ্জীবণের দিবস জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে নীলফামারী জেলা বিএনপি।

আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব ও নীলফামারী-২ আসনের মনোনীত প্রার্থী এএইচএম সাইফুল্লাহ রুবেল, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী সহ অনেকে। সভায় সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স।
বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতির দিন হিসেবে ইতিহাসে অমর। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে একটি ঐতিহাসিক আন্দোলনের সূচনা করেছিলেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এই দিনটি গণতন্ত্র পুণরুজ্জীবণের দিবস। এই দিনের চেতনা হলো দেশপ্রেম, ঐক্য ও গণতন্ত্র রক্ষা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি আজও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে লড়ছে। তাই দিবসটি চিরস্মরণীয় হয়ে আছে।

বক্তারা আরও বলেন, বিএনপি সুসংগঠিত একটি জনমানুষের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রাম সফল হয়েছে, রাষ্ট্র পরিচালনায়ও বিএনপি সফল ছিল আবারও সফল হবে ইনশাআল্লাহ। তবে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। এমনকি নির্বাচন না হওয়ার বড়ধরণের ষড়যন্ত্র শুরু হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে প্রতিটি আসনে ধানের শীষ জয়লাভ করে দেশের বিরুদ্ধে হওয়া সকল ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাল্লাহ।

এসময় জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক, আনিসুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গির সেপু, প্রবীর গুহ রিন্টু, হারুন অর রশিদ খোকন, জেলা কৃষক দলের আহ্বায়ক মগ্নি মাসুদুল আলম দুলাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আজম, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আসাদুজ্জামান খান রিনো, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আজিজুল হক, তাতী দলের সভাপতি শাহজাদা মুক্তি, শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য


নীলফামারীতে গণতন্ত্র পুণরুজ্জীবণের দিবস জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণ্যাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

আপডেট সময় : ০১:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

ফজল কাদির: নীলফামারীতে গণতন্ত্র পুণরুজ্জীবণের দিবস জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা করেছে নীলফামারী জেলা বিএনপি।

আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব ও নীলফামারী-২ আসনের মনোনীত প্রার্থী এএইচএম সাইফুল্লাহ রুবেল, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী সহ অনেকে। সভায় সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স।
বক্তারা বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতির দিন হিসেবে ইতিহাসে অমর। ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে একটি ঐতিহাসিক আন্দোলনের সূচনা করেছিলেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এই দিনটি গণতন্ত্র পুণরুজ্জীবণের দিবস। এই দিনের চেতনা হলো দেশপ্রেম, ঐক্য ও গণতন্ত্র রক্ষা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি আজও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে লড়ছে। তাই দিবসটি চিরস্মরণীয় হয়ে আছে।

বক্তারা আরও বলেন, বিএনপি সুসংগঠিত একটি জনমানুষের দল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির প্রতিটি আন্দোলন সংগ্রাম সফল হয়েছে, রাষ্ট্র পরিচালনায়ও বিএনপি সফল ছিল আবারও সফল হবে ইনশাআল্লাহ। তবে এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। এমনকি নির্বাচন না হওয়ার বড়ধরণের ষড়যন্ত্র শুরু হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনে প্রতিটি আসনে ধানের শীষ জয়লাভ করে দেশের বিরুদ্ধে হওয়া সকল ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাল্লাহ।

এসময় জেলা বিএনপির সদস্য মোজাম্মেল হক, আনিসুর রহমান কোকো, শেফাউল জাহাঙ্গির সেপু, প্রবীর গুহ রিন্টু, হারুন অর রশিদ খোকন, জেলা কৃষক দলের আহ্বায়ক মগ্নি মাসুদুল আলম দুলাল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আজম, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আসাদুজ্জামান খান রিনো, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আজিজুল হক, তাতী দলের সভাপতি শাহজাদা মুক্তি, শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।