নীলফামারীতে ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের হামলায় ৪ পুলিশ আহত ঃ গাড়ী ভাংচুর

- আপডেট সময় : ১২:০৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ৩৬৩ বার পড়া হয়েছে

ফজল কাদিরঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি এলাকায় বৃহস্পতিবার দুপুরে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ অয়োজিত নবীনবরণ করতে পুলিশ বাঁধা দিলে রণচন্ডি ইউনিয়নের যুবলীগ সভাপতি ও ইউপি চেয়াম্যান মোকলেছুর রহমান বিমান (৪০) বাঁধা দিলে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় ছাত্রলীগ যুবলীগ কর্মীরা পুলিশের উপর হামলা করে। এ ঘটনায় ৪ জন পুলিশ আহত সহ মাইক্রোবাস ভাংচুর হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ দুপুরে একটি নবীনবরণের আয়োজন করলে পুলিশ বাঁধা দেয়। এ সময় রণচন্ডি ইউনিয়নের যুবলীগ সভাপতি ও ইউপি চেয়াম্যান মোকলেছুর রহমান বিমান (৪০) পুলিশের কাজে বাঁধ সাধে। পুলিশ তাকে গ্রেফতার করলে কর্মীরা-সমর্থকরা পুলিশের উপর হামলা করে। এতে এস আই আমিনুল ইসলাম(৪০), কনষ্টবল মঞ্জুরুল (৩৬),শরিফ(৩৫), সাজ্জাদ(৩২) গুরুতর আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম জানান- মোকলেছুর রহমানকে গ্রেফতারের সময় ছাত্রলীগ-যুবলীগ কর্মী মমিুনর রহমান, লাভলু মিয়া, বাবু সহ অন্তত ৪ শত লোক তাকে ছিনিয়ে নেয়ার জন্য মাইক্রোবাসে হামলা করে গ্লাস ভাংচুর করে। এসময় চার পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।