নীলফামারীতে ছয় দফা দাবীতে হেলথ এ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি

- আপডেট সময় : ০৪:৫৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধিঃ ছয় দফা দাবী বাস্তবায়নের দাবীতে নীলফামারীতে সিভিল সার্জন কার্যালয়ের সামন অবস্থান কর্মসূচি হয়েছে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার ব্যানারে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি আনজারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মমিনুর রহমান।
এতে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম।
অন্যান্যর মধ্যে সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক জিকরুল হক সম্রাট, ডিমলা উপজেলা সাধারণ সম্পাদক রবিউল করিম, জলঢাকা উপজেলা সাধারণ সম্পাদক মানিকুজ্জামান মানিক, কিশোরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম বক্তব্য দেন।
বাংলাদশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুর রহমান জানান, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের ১৪তম গ্রেড প্রদান, ইন সার্ভিস ডিপ্লামা প্রশিক্ষণের মাধ্যনে ১১তম গ্রেড উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তি উচ্চতর গ্রেড প্রদানের দাবী করে আসছে।