সৈয়দপুর ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে জাতীয় পাট দিবস পালিত

ফজল কাদির
  • আপডেট সময় : ০১:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
চোখ২৪.নেট অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফজল কাদির: ‘পাট প্রকৃতির অমূল্য দান, মাটি, পরিবেশ ও অর্থনীতিতে তার অফুরান অবদান’ এই প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় পাট দিবস উদযাপন হয়েছে।

এ উপলক্ষ আজ বৃহস্পতিবার (৬ মার্চ) জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়াজন করা হয়।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি চন্দ্র বিকাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এবিএম সাইফুল ইসলাম, ক্রিয়েটিভ ফ্যাশনের উদ্যাক্তা কুলসুম বেগম ও কৃষক ফেরদৌস ইসলাম।

সভায় জেলার ছয় উপজেলার পাট চাষী, ব্যবসায়ী, উদ্যাক্তা ও মিল মালিকেরা উপস্থিত ছিলেন। এসময় কৃষক ফেরদৌস ইসলাম অভিযোগ করেন, কৃষি বিভাগ থেকে সরবরাহ করা বীজ ও সার সময়মতো কৃষকের হাতে পৌছায় না, ফলে তা কোনো কাজে আসে না।তিনি নির্ধারিত সময় প্রণাদনাসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহের দাবী জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে পাট আইন ২০১০ উল্লেখ করে বলেন, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনিসহ ২২টি পণ্যের মোড়ক হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ আইন অমান্য করলে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে।

তিনি আরও জানান, পাট সংরক্ষণ ও উন্নয়ন- ২০১৭ সালের নতুন আইনও কার্যকর রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য


নীলফামারীতে জাতীয় পাট দিবস পালিত

আপডেট সময় : ০১:২৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

ফজল কাদির: ‘পাট প্রকৃতির অমূল্য দান, মাটি, পরিবেশ ও অর্থনীতিতে তার অফুরান অবদান’ এই প্রতিপাদ্যে নীলফামারীতে জাতীয় পাট দিবস উদযাপন হয়েছে।

এ উপলক্ষ আজ বৃহস্পতিবার (৬ মার্চ) জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়াজন করা হয়।

জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়বুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি চন্দ্র বিকাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এবিএম সাইফুল ইসলাম, ক্রিয়েটিভ ফ্যাশনের উদ্যাক্তা কুলসুম বেগম ও কৃষক ফেরদৌস ইসলাম।

সভায় জেলার ছয় উপজেলার পাট চাষী, ব্যবসায়ী, উদ্যাক্তা ও মিল মালিকেরা উপস্থিত ছিলেন। এসময় কৃষক ফেরদৌস ইসলাম অভিযোগ করেন, কৃষি বিভাগ থেকে সরবরাহ করা বীজ ও সার সময়মতো কৃষকের হাতে পৌছায় না, ফলে তা কোনো কাজে আসে না।তিনি নির্ধারিত সময় প্রণাদনাসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহের দাবী জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে পাট আইন ২০১০ উল্লেখ করে বলেন, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনিসহ ২২টি পণ্যের মোড়ক হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ আইন অমান্য করলে এক বছরের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হতে পারে।

তিনি আরও জানান, পাট সংরক্ষণ ও উন্নয়ন- ২০১৭ সালের নতুন আইনও কার্যকর রয়েছে।