ফজল কাদির: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নীলফামারীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী জেলা শাখার আয়োজনে সাধারণ মানুষের চিকিৎসা সেবায় নানা কর্মসূচি পালন করেছে। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা বিএনপি কার্যালয়ে ফ্রি বøাড গ্রæপিং, ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
ড্যাবের নীলফামারী জেলা সদস্য সচিব ডাঃ রেদোয়ান জুবায়ের রিয়াদের সঞ্চালনায় ড্যাব নীলফামারী জেলা শাখার আহ্বায়ক ডা. সোহেলুর রহমান সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহŸায়ক মীর সেলিম ফারুক। ড্যাবের সদস্য চিকিৎসকরা সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেন। কর্মসূচিতে সকল পেশার মানুষ অংশ নিয়ে স্বেচ্ছায় রক্তদান করেন।
এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিয়াবুজ্জামান চৌধুরী শিহাব, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল নোমান পারভেজ কল্লোল, সাবেক ছাত্রনেতা সানাউল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।