নীলফামারী প্রতিনিধিঃ ট্রেন কাটা পড়ে নীলফামারীতে আব্দুস শহীদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার(২৯ সপ্টম্বর) ভার জলা শহরের গাছবাড়ি রেলঘুন্টি এলাকায় এই ঘটনা ঘটে। শহীদ সুটিপাড়া এলাকার মৃত. হাসান আলীর ছেলে।
রেলওয়ের জিআরপি পুলিশ সুত্র জানায়, খুলনা থেকে চিলাহাটি অভিমুখি খুলনা রকেট মেইল ট্রেনে কাটা পড়ে মারা যায় যুবক।
সৈয়দপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, রবিবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গ প্ররণ করা হয়ছ। তিনি বলন, ট্রন কাটা পড় দুই পা বিছিন হয় যায় এরমধ্য একটি পা পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক: মো: আবুল কালাম আজাদ
অফিস: হোল্ডিং নং- ৪২, মাহাতাব লেন, নিয়ামতপুর বৃত্তিপাড়া, সৈয়দপুর-৫৩১০, নীলফামারী।