নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের শীর্ষ নেতা সহ ৫ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:৩৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: নাশকতাসহ বিভিন্ন অপরাধের মামলার নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে ছাত্রলীগের শীর্ষ নেতা সহ, নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) জেলা পুলিশের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ ঘোষিত জেলার ডোমার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আসিফ সিদ্দিক তোরন(২৪), সৈয়দপুর উপজেলা আওয়ামী মটরশ্রমিক লীগের সড়ক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল (৫৩), ডিমলা উপজেলা গোয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির সহ সভাপতি আব্দুল খালেক( ৬০), অর্থ সম্পাদক বাদশা মিয়া(৪৮) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল ভুঁইয়া(৪৭)।
নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম জানান, সংশ্লিষ্ট থানাগুলোতে নাশকতাসহ বিভিন্ন অপরাধের মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
জেলা পুলিশের কন্ট্রোল রুম সূত্র মতে, গত ১২ দিনে এ জেলায় এ পর্যন্ত ৫০ জনকে গ্রেপ্তার করা হয়।







.gif)









